চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ‘ নাগদা মানবিক সংগঠন ‘ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে ল্যাম্পপোস্ট লাইট বসিয়ে পুরো এলাকা আলোকিত করেছেন। এ মহতী উদ্যোগের জন্য প্রশংসায় ভাসছে সংগঠনটি। বিকেলে দক্ষিণ নাগদা জামে মসজিদ প্রাঙ্গণে ওই মানবিক সংগঠনের উদ্যেগে ল্যাম্পপোস্ট লাইট স্থাপন কার্যক্রমের উদ্ধোধন করা হয়।একই সাথে নাগদা গ্রামের বিভিন্ন স্থানে আরো ২৪ ল্যাম্পপোস্ট লাইট স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব জৈনপুর।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিঃ ও সাবেক পরিচালক বিজিএমইএর পরিচালক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম প্রধান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং খাদেরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন হাওলাদার।
আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা মন্ডলির সম্মানিত সদস্য এবং কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যসহ এলাকাবাসী।
এসময় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এলাকার অন্ধকারাচ্ছন্ন রাস্তা, চলাচলের অসুবিধা ও নিরাপত্তাহীনতা দূর করতেই এই ল্যাম্পপোস্ট লাইট স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে দক্ষিণ নাগদা মানবিক সংগঠনের নেতৃবৃন্দ আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধু আলো জ্বালানো নয়; মানুষের মুখে হাসির আলো ফোটানো। আলোকিত পথ, আলোকিত সমাজ—এটাই আমাদের স্বপ্ন।”
স্থানীয় এলাকাবাসী বলেন, রাস্তাঘাট এখন অনেক বেশি নিরাপদ হবে এবং রাতের চলাচলে আর তেমন সমস্যা থাকবে না। তারা সংগঠনের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।
শেষে সংগঠনের পক্ষ থেকে তাবারক বিতরণ ও সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেনের মালু।
সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম অনিক।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৬ নভেম্বর ২০২৫


