বিয়ানীবাজারে ৫ আগস্ট পূর্ব ও পরবর্তী একাধিক মামলার আসামী কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ইমন আহমদ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পৃথক দু’টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল বলে জানা গেছে।
শনিবার দুপুরের পর তাকে পৌরশহর থেকে গ্রেফতার করে পুলিশ। ইমন আহমদ
বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলা এলাকার বাসিন্দা। সে স্থানীয়ভাবে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলয়ের অনুসারী বলে তিনি পরিচিত ছিলেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান বলেন, নিজ দলের নেতাকর্মীকে মারধররের ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে পৃথক গ্রেফতারী পরোয়ানা ছিল। এছাড়াও তার বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনা পরবর্তী আরোও মামলা আছে।


