চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিক পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল ও সম্পদ ভস্মীভূত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গত এক দশকে এই বাজারে এটি সপ্তম অগ্নিকাণ্ডের ঘটনা।
প্রত্যক্ষদর্শী রবিউল পাটওয়ারী, সজিবসহ স্থানীয়রা জানান, রাত প্রায় ১টার মধ্যে কালির বাজারের পোয়া সড়কে অবস্থিত দোকানপাটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে ৬টি দোকান সম্পূর্ণ এবং একটি দোকান আংশিক পুড়ে যায়। আগুনের তাণ্ডব থেকে অন্য দোকানগুলো রক্ষায় স্থানীয়রা আশপাশের কয়েকটি দোকান ভেঙে ফেলে নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফয়েজ আহমেদ জানান, তার চারটি দোকান পুড়ে গেছে। একই সঙ্গে তার চাচাতো ও জেঠাতো ভাইয়ের আরও তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফকরুল ইসলাম বলেন, রাত প্রায় ১ টার দিকে আমরা খবর পাই দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব শেষ। এনজিও থেকে ঋণ নিয়ে দোকান দিয়েছিলাম। আজকের কিস্তির টাকাও দোকানে ছিল, সেগুলোও পুড়ে গেছে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৬ নভেম্বর ২০২৫


