হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের কুইজ প্রতিযোগিতা ও সীরাত কনফারেন্স অনুষ্ঠিত – Habiganj News

হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের কুইজ প্রতিযোগিতা ও সীরাত কনফারেন্স অনুষ্ঠিত – Habiganj News

হবিগঞ্জের সাড়া জাগানো অনলাইন ভিত্তিক সংগঠন ‘হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’-এর জেলাব্যাপী সীরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সীরাত কনফারেন্স গতকাল ১৪ নভেম্বর হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। হাজারো প্রতিযোগীর মধ্য থেকে উপজেলা পর্যায়ে উত্তীর্ণ ১০০ জন প্রতিযোগীকে নিয়ে এ আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। ক্লাসের লেভেল ও বয়েস বিবেচনায় ৩টি বিভাগে বিভক্ত প্রতিযোগীদের মধ্য থেকে এমসিকিউ প্রতিযোগিতা, লিখিত জ্ঞান প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে সেরা ৯জনকে বাছাই করে আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হয়। এতে সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি হাফেজ সুহাইল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব রুহুল আমীন সাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের তরুণ প্রতিশ্রুতিশীল লেখক ও আলোচক সাবের চৌধুরী ও হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম, দারুন নাশাত স্কুল এন্ড মাদরাসার ডিরেক্টর মাওলানা আব্দুল হালিম নোমানি, বাংলাদেশ বেতারের হবিগঞ্জ জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক শরীফ চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক তাফহীম চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক মুহা. ইয়াহইয়া। অনুষ্ঠানে বক্তারা সীরাতুন্নবী সা. সম্পর্কে সারগর্ভ আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমীন সাদী বলেন- ‘প্রতিযোগিতায় স্কুল, কলেজ, কওমি, আলিয়া নির্বিশেষ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের বিষয়টি আমাকে ভীষণভাবে আনন্দিত করেছে। এভাবে সীরাত চর্চাকে সার্বজনীন করে তোলা আমাদের সকলের দায়িত্ব।’ অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- আবিদ রহমান, মুজাহিদ আহমদ, সিরাজুল ইসলাম আপন, শিব্বির আহমদ, মঈনুদ্দীন খান তানভীর। আশরাফ আলী, ফরহাদ সাইফুল্লাহ, আব্দুন নূর, আব্দুস সালাম, কে এম মুহাম্মদ আলী, ডা. মোস্তাক আহমদ, আনোয়ার আমীর, এবি হাসান, মুহাম্মদ আবিদুর রহমান, কামরুল ইসলাম, মিজানুর রহমান, মারুফ আহমদ, আব্দুল মুকিত প্রমুখ।

অনুষ্ঠানে প্রেরণা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সংগীত গেয়ে গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।

Explore More Districts