শহর প্রতিনিধি, পাবনা : কেউ এঁকেছেন জল রঙে, কেউ ব্যবহার করছেন তেল রঙ, আক্রেলিক কালার আবার কেউ আঁকছেন ছাপচিত্র। তবে, তারা পরম মমতায় এঁকেছেন একই ছবি, বাঙলীর মহান জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গর্বিত মুখ। তরুণ শিল্পীদের নান্দনিক তুলি রঙের স্পর্শে ক্যানভাসে ফুটে উঠছে বঙ্গবন্ধুর নানা ভঙ্গিমা, ভাষণ এমনকি তাকে নির্মমভাবে হত্যার হৃদয় বিদীর্ণ করা চিত্রও।
শোকাবহ আগস্ট স্মরণে শিল্পীর কল্পনায় বঙ্গবন্ধু শিরোনামে এমনই এক ব্যতিক্রমী কর্মশালা ও চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেন পাবনার চারুশিল্পীরা। শনিবার (২৮ আগস্ট) শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ কর্মশালায় স্থানীয় চারুশিল্পী প্রশিক্ষক ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজকরা জানান, রাজনৈতিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সফরে পাবনায় অন্তত ১৫ বার এসেছেন বঙ্গবন্ধু। এ অঞ্চলের মানুষের সাথে তাঁর ছিলো নিবিড় সম্পর্ক। নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর অজনা স্মৃতি তুলে ধরতেই বঙ্গবন্ধুর স্মৃতিধন্য স্বাধীনতা চত্বরে আয়োজন।
দিনব্যাপী আয়োজনে শিল্পীদের আকা ছবি নিয়ে প্রদর্শনীরও আয়োজন করেন আয়োজকরা। কর্মশালায় প্রায় ৫০ জন চারুশিল্পী অংশ নেন।