টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল – News Tangail

টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল – News Tangail

নিজস্ব প্রতিনিধি: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ করে। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন— তারা আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন চান, তবে সেটি হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। সেই লক্ষ্যে নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে তারা আন্দোলনের মাঠে আছেন এবং থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন— টাঙ্গাইল জেলা জামায়াতে আমীর আহসান হাবিব মাসুদ, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হুসনে মুবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ওলামা বিভাগীয় সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার প্রমুখ।

Explore More Districts