চট্টগ্রাম নগরীর একটি সেলুনে চুল কাটা অবস্থায় বাঁশখালী মোঃ ফয়সাল নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে নগরীর ইপিজেড থানার ৩৯নং ওয়ার্ডের নিউমুরিং সাত তালার মোড় এলাকার আজমির সেলুনে চুল কাটার সময় স্ট্রোক করে মৃত্যুবরণ করে মোহাম্মদ ফয়সাল নামের এই যুবক।
তিনি বাঁশখালী উপজেলা বাহারচরা ইউনিয়নের পূর্ব বাঁশখালা রহিম মোল্লার বাড়ির প্রকাশ রোশনুজ্জানের বাড়ির মৌলানা ছৈয়দ হোসেনের বড় ছেলে বলে জানা গেছে।
তিনি ওই এলাকার প্যাসিফিক নামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে ফিডিং গ্রুপে কর্মরত ছিলেন।
তার মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তার চাচাতো ভাই আরকান আজাদীকে বলেন, মোঃ ফয়সাল প্রতিদিনের ন্যায় গতকাল অফিসের কাজ শেষে নিউমুরিং সাত তালার মোড় এলাকার আজমির সেলুনে চুল কাটার সময় স্ট্রোক করে মৃত্যুবরণ করে। আজ শুক্রবার সকাল ১১ টায় সময় নিজ বাড়ি বাঁশখালীর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।


