খাদেমুল ইসলাম ; দেওয়ানগঞ্জে মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম (এমএসপি) গঠন ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ নভেম্বর বুধবার সকালে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফাতেমা খাতুনের সভাপতিত্বে, গেইন এর অর্থায়নে ও উন্নয়ন সংঘ কল প্রজেক্টে সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ কল প্রজেক্টের ম্যানেজার মোঃ আবু তাহেরের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, মনিরুজ্জামান, শাহা আলম, আতিকুর রহমান, বিনা আক্তার, লুৎফা আক্তার, আলো সিদ্দিকা সহ অন্যান্য। বাংলাদেশ সরকারের ১০ বছর মেয়াদি ২য় জাতীয় পুষ্টি পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়া হিসেবে বলা হয়েছে এটি বাস্তবায়নে মাল্টি সেক্টর, মাল্টি স্টেকহোল্ডার ও মাল্টি লেভেল যুক্ত হবে। তাই মাল্টি লেভেল হিসেবে ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন পুষ্টি কমিটি গঠন সহায়তা একটি কৌশলগত পরিকল্পনা। যেখানে থাকবে মাল্টি সেক্টর ও মাল্টি স্টেকহোল্ডার অংশ গ্রহণ। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে একটি করে ইউনিয়ন পুষ্টি কমিটি/মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম গঠনের মাধ্যমে পুষ্টি সার্বিক উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে। জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এবং ইউনিয়ন পরিষদ তাদের কর্ম পরিকল্পনা প্রণয়নে এলাকার পুষ্টির চাহিদাগুলো গুরুত্ব দিয়ে থাকে। ঐ দিন স্থানীয় চেয়ারম্যানকে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন হয়। অপেক্ষাকৃত টেকসই খাদ্য ব্যবস্থাপনা থেকে সকলের বিশেষ করে দূর্বল জনগোষ্ঠীর স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

