পতিত স্বৈরাচারের নৈরাজ্যের বিরুদ্ধে এবং জনসাধারণের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্য্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পতিত স্বৈরাচার লকডাউন কর্মসূচি ঘোষণা করায় দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির নীল নকশা প্রতিরোধে ইসলামী আন্দোলন শান্তিপ্রিয়ভাবে কঠোর অবস্থান নিয়েছে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ ও জেলা সেক্রেটারী হাফিজ ইমাদ উদ্দিন, মহানগর সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী স্বৈরাচার দেশজুড়ে জুলুম-নির্যাতন চালিয়ে মানুষের জীবনযাপনকে কঠিন করে তুলেছিল। জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের পর দেশে এক নতুন সূর্য উদিত হয়েছে। জনগণ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে। এই পরিস্থিতিকে কোনো নতুন স্বৈরাচার নষ্ট করতে পারবে না, এজন্য সকলকে সতর্ক ও সচেতন থাকতে হবে।”


