প্রতিবন্ধীদের পাশে সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে পারেন : বিদায়ী ডিসি

প্রতিবন্ধীদের পাশে সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে পারেন : বিদায়ী ডিসি

চাঁদপুর শহরের ষোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুল ড্রেস বিতরণ ও জেলা প্রশাসক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৩ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১টায় চাঁদপুর ঘোলঘরস্থ বিদ্যালয় মিলনায়নে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রানী ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসক বক্তব্যে বলেন, আজ আমি সত্যি আবেগআপ্লুত। আমি যেটা বুঝি সেটি হলো এদেরকে নিজের মতো করে দেখা।

প্রতিবন্ধিদের পাশে সমাজের বৃত্তবানরা এগিয়ে আসতে পারেন৷ তাদের পাশে থাকা। তাঁদেরকে খেলাধুলাসহ নাচ গান আবৃত্তি সবকিছুতেই তাদেরকে সুযোগ দেয়া উচিত। তাঁদেরকে লালন করা উচিত। আপনারা যারা শিক্ষক হিসেবে তাঁদেরকে সময় দিচ্ছেন তারা কিন্তু সত্যিকারের ভালো কাজ করছেন।

তিনি বলেন, আপনারা কিন্তু দুনিয়া ও আখেরাতের কাজটাই করে যাচ্ছেন। পিতা-মাতা যেটা পারেনি, আপনারা শিক্ষকরা সেটা করে যাচ্ছেন, এটি সত্যিই কল্পনার বাইরে। এরাও কিন্তু রাষ্ট্রের সম্পদ। আপনারা তাঁদেরকে খেলাধুলাসহ সবকিতেই তাদেরকে গুরুত্ব দিবেন। বাসায় টেক কেয়ার করবেন, আপনার অন্যান্য সন্তানদের মতোই। এখনে যারা শিক্ষকরা রয়েছেন আপনাদের অবদান ভূলার মতো নয়। আপনারা শেষ পর্যন্ত এদের পাশে থাকবেন এটাই আমি প্রত্যাশা করি।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য সোহেল রুশদী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও প্রতিষ্ঠাতা অধ্যাপক ইসমাইল তপাদার কাঞ্চন, চাঁদপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, সুইট কমিটি চাঁদপুর শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা সর্দার আবুল বাশার, সদস্য বীর মুক্তিযোদ্ধা সানাউল্ল্যাহ, সুইট কমিটির চাঁদপুর শাখার অর্থসচিব হাসানুজ্জামান ভূইয়া, সদস্য মিজানুর রহমান বাবুল, সহকারি শিক্ষক মো: মোরশেদ আলম খান সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও প্রধান শিক্ষিকা ও শিক্ষকবৃন্দ।

এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রানী ভৌমিক। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন৷

স্টাফ করেসপন্ডেট/
১৩ নভেম্বর ২০২৫

Explore More Districts