মস্তিষ্কে রক্তক্ষরণে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু

মস্তিষ্কে রক্তক্ষরণে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু

চিকিৎসকের বরাত দিয়ে এছাক মিয়া বলেন, কয়েক দিন ধরেই আল আমিন হতাশায় ভুগছিলেন। পরে আজ হঠাৎ করে অসুস্থতা বোধ করেন। একপর্যায়ে পরিবার ও সহপাঠীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষায় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যুর বিষয়টি ধরা পড়ে বলে জানান চিকিৎসক।

তড়িৎ প্রকৌশল বিভাগের প্রধান ইফতে খাইরুল আমিন বলেন, আল আমিন মায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি এলাকায় থাকতেন। তাঁর মা-বাবা বলেছেন, আল আমিন স্ট্রোক করেছেন। তাঁর লাশ পরিবারের তত্ত্বাবধানে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

Explore More Districts