চকরিয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু – দৈনিক আজাদী

চকরিয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু – দৈনিক আজাদী

চকরিয়ার বাড়ির আঙিনা লাগোয়া পুকুরে ডুবে আবদুল্লাহ আল রাইয়ান () নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের দরগাহ রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার বাসিন্দা মাওলানা নূরহান উদ্দিনের একমাত্র শিশু সন্তান। শিশুর পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ির উঠানে খেলায় মত্ত ছিল শিশু রাইয়ান। এ সময় পরিবার সদস্যদের অগোচরে বাড়ি লাগোয়া পুকুরে পড়ে যায় রাইয়ান। একপর্যায়ে পরিবারের সদস্যরা শিশুটিকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফিকুল ইসলাম বাড়ির পাশে পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Explore More Districts