চাঁদপুরের হুমায়রা মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম

চাঁদপুরের হুমায়রা মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি হাফেজা হুমায়রা মাসুদ। ইন্দোনেশিয়ান কুরআন রিসাইটারস অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় ১২টি দেশের ১৪৩ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন।

গত ১১ নভেম্বর মঙ্গলবার ইসলামী কায়রোর ঐতিহ্যবাহী এল-মুস্কি এলাকার আর-রাওযাহ আল-হুসাইনিয়া প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আল-আজহার মসজিদের বিশিষ্ট ইমাম ও ক্বারী শায়খ ফাওযী আল-বারবারী আজহারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নারীদের জন্য নির্ধারিত বিভাগে হুমায়রা শীর্ষস্থান অর্জন করেন। একই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে ইন্দোনেশিয়ার আয়েশা ইজ্জত মুসলিমা ও কায়রানি নফসুল মুতমাইন্না। অন্যদিকে, পুরুষদের বিভাগে প্রথম হয়েছেন নাইজেরিয়ার বশীর উসমান ইমাম।

হুমায়রার এটিই প্রথম আন্তর্জাতিক অর্জন নয়। তিনি এর আগে ২০১০ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। পরবর্তীতে ২০২৫ সালে মিশরের ওয়াক্ফ মন্ত্রণালয় আয়োজিত ৩১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৬০টি দেশের প্রতিযোগীর মধ্যে অনারব বিভাগের পঞ্চম স্থান লাভ করেন।

স্ত্রী হুমায়রার এমন সাফল্যে আনন্দ প্রকাশ করে তার স্বামী মাওলানা মাসুম বিল্লাহ গুলজার আজহারী বলেন, এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন। তার বিজয় কেবল ব্যক্তিগত প্রতিভার স্বীকৃতি নয়, বরং বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতি, তিলাওয়াতের ঐতিহ্য এবং কোরআনপ্রেমী জাতি হিসেবে আমাদের মর্যাদাকেও বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে।

চাঁদপুরের সন্তান হাফেজা হুমায়রা মাসুদ নারায়ণগঞ্জের উম্মে আইমান (রা.) আন্তর্জাতিক বালিকা মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেন। বর্তমানে তিনি মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি অনুষদে অধ্যয়নরত।

Explore More Districts