ক্রিকেটার থেকে কোচ—টাঙ্গাইলের প্রতিভা গড়ার কারিগর আরাফাত রহমান – News Tangail

ক্রিকেটার থেকে কোচ—টাঙ্গাইলের প্রতিভা গড়ার কারিগর আরাফাত রহমান – News Tangail

নিজস্ব প্রতিনিধি: এক সময়ের সফল ক্রিকেটার আরাফাত রহমান এখন ক্রিকেটার তৈরির কারিগর হিসেবে টাঙ্গাইলের ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তার হাত ধরে জেলার অসংখ্য মেধাবী খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণ করছেন।

আরাফাতের প্রতিষ্ঠিত টাঙ্গাইল স্পোর্টস একাডেমি থেকে ইতোমধ্যে এক হাজারের বেশি ছেলে-মেয়ে ক্রিকেট প্রশিক্ষণ নিয়েছে। তার প্রথম ছাত্র জয় রাজ শেখ ইমন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী দলের রিফাত বেগ, রিজান হোসেন ও দেবাশীষ সরকারও তার ছাত্র।

আরাফাতের বাবা আব্দুর রহমান ছিলেন ঢাকা মোহামেডান ক্লাবের ক্রিকেটার এবং চাচা প্রয়াত গোলাম রসুল মোল্লা বিসিবির সহ-সভাপতি। পারিবারিক অনুপ্রেরণায় ১৯৯৩ সালে ক্রিকেটে যাত্রা শুরু করেন তিনি।

২০০৯ সালে ইনজুরির পর খেলোয়াড়ি জীবন শেষ হলেও তিনি দমে যাননি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও বিসিবির অধীনে কোচিং ট্রেনিং নিয়ে ২০১১ সালে টাঙ্গাইল জেলা কোচ হিসেবে নিয়োগ পান।

তার অধীনে টাঙ্গাইল জেলা দল বয়সভিত্তিক পর্যায়ে ১৮ বার চ্যাম্পিয়ন ও ৮ বার রানার্স আপ হয়। ২০২২ সালে ‘ডেভেলপমেন্ট কোচ অব দ্য ইয়ার’ পুরস্কার পান এবং ২০২৪ সালে ঢাকা বিভাগের সহকারী কোচ হিসেবে পদোন্নতি লাভ করেন।

বর্তমানে তিনি ঢাকা প্রথম বিভাগ লিগে প্রাইম ধলেশ্বর ক্লাবের হেড কোচ। পাশাপাশি নিজের টাঙ্গাইল স্পোর্টস একাডেমির মাধ্যমে নিয়মিত ক্রিকেটার তৈরি করে যাচ্ছেন আরাফাত রহমান।

Explore More Districts