ঝিনাইগাতী বড় মসজিদ ও মাদ্রাসার কমিটি নিয়ে সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর

ঝিনাইগাতী বড় মসজিদ ও মাদ্রাসার কমিটি নিয়ে সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর




ঝিনাইগাতী বড় মসজিদ ও মাদ্রাসার কমিটি নিয়ে সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর



ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত মঙ্গলবান সকালে উপজেলার খাদ্য ব্যবসায়ী হল রুমে উপজেলার সদরে অবস্থিত মসজিদ ও মদিনানাতুল উলুম কওমি মাদ্রাসার কমিটি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ ও মাদ্রাসার অন্যতম সদস্য জহুরুল হক মিলন। বক্তব্য রাখেন আবু বক্কর, বাদশা আলী ভূইয়া, লুৎফর রহমান সহ আরো অনেকেই। তারা অভিযোগ করেন সম্প্রতি মসজিদ ও মাদ্ররাসার কমিটি পুরাতন সদস্য ও এলাকাবাসী মুসল্লীদের মতামত ব্যাতী রেখে সেচ্ছাচারিতা করে কমিটি গঠন করা হয়েছে। যাহা এলাকাবাসী মুসল্লী ও সদস্যদের মধ্যে বিরুপ মন্তব্য শুনা যাচ্ছে। এ ছাড়া পুরাতন মসজিদ ভেঙে নতুন ৫ তলা ভবনের কাজের অনিয়ম হচ্ছে বলে তারা অভিযোগ করেন। এর আগে বিষয়টির প্রতিকার চেয়ে শেরপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছেন বলে তারা জানান। স্থাানীয় সদস্য ব্যাতীত নতুন মুসল্লীদের আমন্ত্রন করে জোর পূবর্ক কমিটি করা হয়েছে যাহা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে স্থানীয় মুসল্লীদের মধ্যে।


Explore More Districts