নিজস্ব প্রতিনিধি: বিএনপি সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকটি আসনের মনোনয়ন দেওয়া হয়নি তার মধ্যে কয়েকটি আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করার কাজ করছে দলটির নীতিনির্ধারকরা। এসব আসনের প্রার্থীদের সঙ্গে ইতোমধ্যে কথা বলেছেন তারা।
সূত্র জানায়, টাঙ্গাইল-৫ আসনসহ ঢাকা-৯, ঢাকা-১৮, ঢাকা-২০, মাদারীপুর-২, গাজীপুর-১, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১, ঝিনাইদহ-৪ ও সিরাজগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা হতে পারে শিগগিরই।
টাঙ্গাইল ৮ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে নতুন করে আশা ও আগ্রহ দেখা দিয়েছে। স্থানীয় নেতাদের অনেকে মনে করছেন, টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণায় মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

