কাঠলিয়ায় ইউএনও কাপ ফুটবলে পিরোজপুরের মঠবাড়িয়া ইনান এক্সপ্রেস একাদশ চ্যম্পিয়ন  

কাঠলিয়ায় ইউএনও কাপ ফুটবলে পিরোজপুরের মঠবাড়িয়া ইনান এক্সপ্রেস একাদশ চ্যম্পিয়ন  

১২ November ২০২৫ Wednesday ৫:০৪:৩৩ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধিঃ

কাঠলিয়ায় ইউএনও কাপ ফুটবলে পিরোজপুরের মঠবাড়িয়া ইনান এক্সপ্রেস একাদশ চ্যম্পিয়ন  
Screenshot

ঝালকাঠির কাঠলিয়ায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে পিরোজপুরের মঠবাড়িয়া ইনান এক্সপ্রেস একাদশ চ্যম্পিয়ন হয়েছে। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা কাঠালিয়া উপজেলা ফুটবল একাডেমি একাদশকে টাইব্রেকারে ৩/২ গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী এবং রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। এছাড়া প্রাইজ মানি হিসেবে বিজয়ী দলকে  ৩৫ হাজার টাকা এবং রানারআপ দলকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। ফাইনাল খেলায় স্থানীয়দের সাথে দেশের বিভিন্ন  স্থান থেকে আসা খেলোয়াড় ছাড়াও নাইজেরিয়ার ৫ জন ফুটবলার অংশ নেন। আকর্ষণীয় এ খেলা দেখতে মাঠের চারপাশে বিপুলসংখ্যক মানুষ ভীড় জমায়।  টুর্নামেন্টে বরিশাল বিভাগের বরগুনা, পিরোজপুর এবং ঝালকাঠি জেলার আট উপজেলার আটটি দল অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম প্রমূখ। স্থানীয় ক্রীড়াসংস্থার সহযোগীতায় কাঠালিয়া উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে নিরাপত্তা জোরদার, ১৩ স্পটে তল্লাশি চৌকি

বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৫, নতুন আক্রান্ত ১৭৯

আজ সেই ভয়াল ১২ নভেম্বর

বরিশালের ৬ আসনে দলীয় প্রার্থী নিয়ে তৎপর বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন

বরিশাল জেলায় ৫৭৭ ও মহানগরে ২৩ টি সিসি ক্যামেরা স্থাপন

Explore More Districts