লিডিং ইউনিভার্সিটিতে “ইন্ট্রা মুট কোর্ট কম্পিটিশন অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটিতে “ইন্ট্রা মুট কোর্ট কম্পিটিশন অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটিতে “ইন্ট্রা মুট কোর্ট কম্পিটিশন অনুষ্ঠিত

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগ ও লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এলইউ ইন্ট্রা মুট কোর্ট কম্পিটিশন-২০২৫’। প্রতিযোগিতায় “বোনা ফাইডি”, “অবজেকশন ওভার রুল্ড”, “আকাশিক রেকর্ডস”, ” দ্যা ভার্ডিক্ট”, “বেয়ন্ড এ রিজোনেবল ফ্লেক্স”, ” লেক্স ইনভিক্টা”, “হ্যাপিলি এভার আফটার”, ” মুটিভ্যাশন” শিরোনামে মোট ৮ টি মুটিং টিম অংশগ্রহণ করে, যেখানে শিক্ষার্থীরা তাদের আইনগত জ্ঞান, যুক্তি ও আদালত উপস্থাপনার দক্ষতা প্রদর্শন করেন।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় “বিয়ন্ড এ রিজনেবল ফ্লেক্স” টিম এবং রানার আপ হয় “লেক্স ইনভিক্টা” টিম। এছাড়া, বেস্ট ওরালিস্ট নির্বাচিত হন সামস আবিরউজ্জামান সিয়াম, বেস্ট মেমোরিয়াল পদক অর্জন করে টিম “আকাশিক রেকর্ডস” এবং বেস্ট ইমার্জিং অ্যাওয়ার্ড অর্জন করেন বিপ্রজিৎ চক্রবর্তী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির সাধারণ সম্পাদক কল্যাণী চৌধুরী।

প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম, প্রভাষক ও মুট কোর্ট সোসাইটির মেন্টর খন্দকার শরিফুল ইসলাম, প্রভাষক মো: মমিন হোসাইন, প্রভাষক মো. মারাজ মিয়া, প্রভাষক মো. রাজীব হোসেনসহ আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও মুট কোর্ট সোসাইটির সাবেক সভাপতি নওশীন তাসনুভা আমীন, এবং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক সন্দীপ ভট্টাচার্য্য।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে “এডজুডিকেটর” হিসেবে দায়িত্ব পালন করেন লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কলি এবং সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মো: শরীফুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ জামান ভূইয়া।

তিনি বলেন, আইনের শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানার্জনের অন্যতম মাধ্যম হলো মুটিং। এসময় সুষ্ঠুচিন্তা ও মেধা বিকাশের জন্য শিক্ষার্থীদেরকে আরও বেশি করে মুটিংয়ে অংশগ্রহণ করার আহবান জানান। তিনি তাঁর বক্তব্যে সিলেটে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগীব আলীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

চূড়ান্ত পর্বে বিচারকের ভূমিকায় থাকা বিশেষ অতিথি ও সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: শরীফুল হক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মেমোরিয়াল উপস্থাপন, জ্ঞানগর্ভ বিতর্ক ও প্রশ্নোত্তর সন্তুষ্টি প্রকাশ পূর্বক মুটিং বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। আইন বিষয়ে একাডেমিক জ্ঞানার্জনের পাশাপাশি মুটিংয়ের মাধ্যমে প্র্যাক্টিক্যাল ক্ষেত্রে আইনের চর্চা বৃদ্ধি ও নিয়মিত মুটিং বিষয়ক কর্মশালা ও প্রতিযোগিতা আয়োজনের উপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কলি লিডিং ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন। এসময় কলি তাঁর শিক্ষা জীবনে এবং ক্যারিয়ার গঠনে লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষকদের অনুপ্রেরণা ও অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির মুট কোর্ট সোসাইটির উপদেষ্টা এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। উপদেষ্টা ও বিভাগীয় প্রধান তার বক্তব্যে বিশেষ অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনপূর্বক মুটিং কার্যক্রমের গুরুত্ব, শিক্ষার্থীদের আইনি জ্ঞানচর্চার প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ আইনজীবীদের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেন। এসময় সভাপতির বক্তব্যে তিনি মুট কোর্ট কম্পিটিশনের স্পন্সর ‘হ্যারিস ভেইল ক্লথিং ব্র‍্যান্ড’কে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সম্মাননা স্মারক প্রদান করেন।

বক্তব্য পর্ব শেষে প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন পদক ও রানার্স আপ পদকসহ সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও আইন বিভাগের শিক্ষকবৃন্দ।

লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির কো-রিসার্চ উইং এর কো-অর্ডিনেটর নাদিয়া রহমান মীম এর সঞ্চালনায় অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন প্রতিযোগিতা আয়োজক কমিটির কনভেনর ও মুট কোর্ট সোসাইটির প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌস রাকিবা।

Explore More Districts