চাঁদপুর সদরের খেরুদিয়া কমিউনিটি ক্লিনিকে চুরি

চাঁদপুর সদরের খেরুদিয়া  কমিউনিটি ক্লিনিকে চুরি

চাঁদপুর সদরের খেরুদিয়া কমিউনিটি ক্লিনিকে ৯ নভেম্বর রাতের অন্ধকারে দরজার তালার আংটা অভিনব কায়দায় কেটে ক্লিনিকের ভেতরে প্রবেশ করে । সকালে এসে দরজা খোলা পায় । কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত সিএইচপি সুমি আকতার সভাপতি সাবেক চেযারম্যান মো.মোশারফ হোসেন মন্টু খান ও সদরের স্বাস্থ্য বিভাগে বিষয়টি জানান। তিনি আরো জানন,তার ক্লিনিক থেকে একটি ওয়েট মেশিন,একাটি পেসার মাপার্ যন্ত্র ও কয়েকটি বাথরুমের পানির ও বেসিনের ক্লিপ ও নিয়ে গেছে ।

এ ছাড়াও সকল আলমিরা ও বক্সের কাগজ-পত্র তছ নছ করে ফেলে যায়। তবে কোনো প্রকার ঔষধ নেয় নি বলে প্রাথমিক ভাবে জানান। খবর পেয়ে বেলা ১২ টার দিকে সদরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা মো.রফিকুল ইসলাম সরেজমিন তা দেখে-থানায় ডাইরি করার জন্যে সুমি আকতার নির্দেশ দেন এবং দরজার তালা লাগানোর কাজটি করার জন্যে বলেন।

সাবেক চেযারম্যান মো.মোশারফ হোসেন মন্টু খান জানান, আমাদের বাড়িতে এমনিতে লোকজন কম। আমাদের পুকুরের ঘাটলা প্রায় নীরব-নিস্তদ্ধ থাকে। সম্ভবত: এ সুযোগেই চোরে চুরি করেছে ।

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৫
এজি

Explore More Districts