জীবিকা চাঁদপুর প্রকল্পের সাফল্যের ধারাবাহিকতায় শুরু হচ্ছে পঞ্চম পর্যায়—জানুয়ারি ২০২৬ থেকে শুরু হচ্ছে। চাঁদপুর সদর উপজেলার দরিদ্র,কর্মহীন ও প্রান্তিক জনগোষ্ঠীকে টেকসই জীবিকার আওতায় এনে স্বাবলম্বী করে তুলতে ড্যাফোডিল ফাউন্ডেশন (একটি CSR concern of Daffodil Group) ২০১৫ সালের মার্চ মাসে “জীবিকা চাঁদপুর প্রকল্প” এর যাত্রা শুরু করে।
যাকাতভিত্তিক তহবিল থেকে পরিচালিত এ প্রকল্পের মূল উদ্দেশ্য
👉 দারিদ্র্য বিমোচন
👉 কর্মসংস্থান সৃষ্টি
👉 নারী ও কিশোরীদের দক্ষতা উন্নয়ন
👉 শিক্ষা ও চিকিৎসা সেবার সুযোগ বৃদ্ধি
🔹 পূর্ববর্তী চার ধাপের অর্জন-গত এক দশকে জীবিকা চাঁদপুর প্রকল্প চাঁদপুরে টেকসই মানবিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
✅ ১২,০০০+ পরিবার প্রকল্পে অন্তর্ভুক্ত ।
✅ ২,৫০০ পরিবার আজ টেকসই জীবিকার সুযোগ পেয়েছে।
✅ প্রাথমিক ৫ কোটি টাকার মূলধন → ঘূর্ণায়মান তহবিল এখন ২০ কোটি টাকা।
✅ ৬,৯০৫টি বিনিয়োগের মাধ্যমে ৮০% পরিবার কর্মসংস্থানে যুক্ত।
✅ ৪৭% পরিবার মাসিক ১৫–২৫ হাজার টাকার আয়ে মধ্যবিত্তে উন্নীত।
✅ পরিবারের মোট সঞ্চয় ৩ কোটি ৫ লাখ টাকা ।
✅ ৭০% সদস্য সুদমুক্ত জীবনে আসতে সক্ষম হয়েছে।
✅ ১৯,১৩৮ নারী ও কিশোরী পেয়েছে জীবনদক্ষতা প্রশিক্ষণ।
✅ কোভিডকালে ১,১৫০ পরিবার খাদ্য সহায়তা পেয়েছে।
✅ ১৫,৯৪০ রোগী ইউনুস খান স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসা নিয়েছে।
✅ ৭টি কুরআন শিক্ষা কেন্দ্রে ২৬৮ শিশু ধর্মীয় শিক্ষায় যুক্ত।
✅ ২৭৮ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে; বর্তমানে ৯১ শিক্ষার্থী নিয়মিত সহায়তা পাচ্ছে।
✅ জরুরি সহায়তায় ৮৫ জনকে ১২.৩৮ লক্ষ টাকা প্রদান।
এ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসা, কৃষি উদ্যোগ, নারী উদ্যোক্তা সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা—সবক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা
ড্যাফোডিল ফাউন্ডেশন জানুয়ারি ২০২৬ থেকে “জীবিকা চাঁদপুর প্রকল্প”-এর পঞ্চম পর্যায় শুরু করতে যাচ্ছে। এ ধাপে আরও ১,২০০ দরিদ্র ও সহায়তাপ্রার্থী পরিবারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ যাকাতভিত্তিক, কোনো ফি, সার্ভিস চার্জ বা লুকানো খরচ ছাড়াই পরিচালিত হয়।
চাঁদপুরের স্থানীয় জনগণ ও সমাজের সচেতন ব্যক্তিদের অনুরোধ করা হচ্ছে । যেসব পরিবার প্রকৃতপক্ষে সহায়তার যোগ্য, তাদের তথ্য ফাউন্ডেশনে জানাতে, যেন তারাও এই টেকসই জীবিকা কর্মসূচির সুফল পায়।
যোগাযোগ: ড্যাফোডিল ফাউন্ডেশন
📍 ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল,বাবুরহাট ক্যাম্পাস, চাঁদপুর ।
📞 +880 1713-493029, +880 1847-334753
📧 info@daffodilfoundation.org
🌐 www.daffodilfoundation.org
সংবাদ বিজ্ঞপ্তি
৯ নভেম্বর ২০২৫
এজি

