| ৮ November ২০২৫ Saturday ১০:৩৯:২৩ PM | |
পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মো. শামীম সাঈদী বলেছেন, ‘গেল ১৬ বছরে যতটুকু না নির্যাতন হয়েছে তার চেয়ে ভয়ঙ্কর নির্যাতন অপেক্ষা করছে। দেশকে রক্ষায় যদি আবারো প্রয়োজন হলে রক্ত দেবো।’
শনিবার (৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার ঈদগাঁ মাঠে উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান বক্তা শামীম সাঈদী এ কথা বলেন।
শামীম সাঈদী বলেন, ‘বর্তমানে সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি। কিন্তু মেঘ যে আবার আসবে না তার কোনো গেরান্টি নেই। কাজেই ঐক্যবন্ধ থাকা ছাড়া বিকল্প নেই। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’
তিনি বলেন, ‘ক্ষমতায় যারা আসে তারা বলে মালেশিয়া, সিঙ্গাপুর কানাডা বানাবো। তারা কানাডায় নিজেদের বেগমপাড়া বানায়। প্রয়োজনে ভারতে পালায় বাংলাদেশকে ডুবিয়ে যায়। তাই কাদের পক্ষে থাকবেন চিন্তা করবেন। আমরা ডামি নির্বাচন দেখতে চাই না। আমরা সুন্দর একটা নির্বাচন চাই।
একই অনুষ্ঠানে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন বলেন, ‘আমরা ঘুরে দাঁড়াতে চাই। আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে অবশ্যই জামায়াতে ইসলামী মাধ্যমেই সম্ভব বলে মনে করেন তিনি।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

