তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

হাসিবুর রশীদ: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকলেও তিনিই আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। তিনি নির্যাতিত, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত, তবুও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও মহিলা দলের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “তারেক রহমান বিদেশে থেকেও বিগত আন্দোলন-সংগ্রামে আমাদের নেতৃত্ব দিয়েছেন—দেশের জন্য, দেশবাসীর জন্য। মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েও তিনি সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। আমাদের এই ঐক্যই আগামী নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের শক্তি।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়া মাসের পর মাস কারাগারে ছিলেন। তাঁকে যেভাবে নির্যাতন ও অবহেলায় রাখা হয়েছিল, তাতে তিনি গুরুতর অসুস্থ হয়েছেন। কিন্তু তিনিই আমাদের মনোবল, আমাদের সাহস।”

এ্যানি বলেন, “আমাদের আন্দোলন-সংগ্রামের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছে, তবে তাঁর ষড়যন্ত্র থেমে নেই। এখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, একটি স্বাভাবিক নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভুঁইয়া, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল হাসেম প্রমুখ।

Explore More Districts