বিশ্বকাপে দল বৃদ্ধি, অলিম্পিকে ২৮ ম্যাচ—আইসিসির সভায় আরও যেসব সিদ্ধান্ত

বিশ্বকাপে দল বৃদ্ধি, অলিম্পিকে ২৮ ম্যাচ—আইসিসির সভায় আরও যেসব সিদ্ধান্ত

আইসিসির ত্রৈমাসিক সভার শেষ দিন ছিল গতকাল। দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বিশ্ব ক্রিকেটের প্রায় সব বড় কর্মকর্তা ও সংগঠকেরা উপস্থিত ছিলেন।

এবারের সভায় আইসিসি বোর্ড এমন কিছু কৌশলগত পদক্ষেপ অনুমোদন করেছে, যা বিশ্বব্যাপী ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখবে, নারী ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে এবং খেলাটিকে নিয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা আরও দৃঢ় করবে।

তবে এশিয়া কাপজয়ী ভারতীয় দলকে এসিসির সভাপতি মহসিন নাকভির এখনো ট্রফি হস্তান্তর না করা নিয়ে কোনো সমধান হয়নি।

Explore More Districts