চাঁদপুরের কৃতি সন্তান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর-৩ আসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তফা খান সফরী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। কারণ, তারা বিগত ১৭ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। স্বৈরাচার আওয়ামী লীগ তাদের সেই অধিকার কেড়ে নিয়েছিল। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জনগণের রাষ্ট্রীয় অধিকার প্রয়োগের সেই সুযোগটি সামনে এসেছে। এজন্য তারা আনন্দিত।
৭ নভেম্বর শুক্রবার বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মোস্তফা খান সফরী আরো বলেন, দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক জীবনে আমি নিজের সর্বোচ্চ দিয়ে বিএনপিকে ভালোবেসেছি। দলের একজন কর্মী হিসেবে সব-সময় দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলাম। চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় কাজ করার স্বপ্ন নিয়ে আমিও বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি থেকে আরো অনেকেই মনোনয়ন প্রত্যাশা ছিলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে ঢাকায় ডেকে নিয়ে কিছু আদেশ এবং নির্দেশ দিয়েছেন। দলের একজন কর্মী হিসেবে আমরা সেটি মেনে চলছি।
দলীয় নেতাকর্মীদের তিনি বলেন, কিছুদিন পূর্বে বিএনপি থেকে সাময়িকভাবে সারা বাংলাদেশে ২৩৭টি আসনে একজন করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। যেহেতু সামরিক বলেছে, মনোনাগুলো পুনরায় যাচাই-বাছাই হতে পারে। প্রার্থী নিয়ে নেতাকর্মীদের মাঝে বিভিন্ন জায়গায় পক্ষে বিপক্ষে মতবিরোধ সৃষ্টি হয়েছে। আমি মনে করি এটি সাময়িক। একটা পর্যায়ে বিএনপি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দিকে তাকিয়ে সবাই এক কাতারে চলে আসবে। আপনারা দীর্ঘদিনের দলের সাথে সম্পৃক্ত ছিলেন। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আগামী দিনেও দলের প্রতি আনুগত্যশীল থাকবেন। দল থেকে চূড়ান্তভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে (অর্থাৎ মনোনয়নের চিঠি দেওয়া হবে) আমরা সবাই বিএনপি এবং ধানের শীষের কর্মী হিসেবে তার পক্ষে কাজ করব।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বারের আইনজীবী এ এইস এম আশরাফুল ইসলাম আশু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন বাট, জাকির খান, হুমায়ূন প্রধানীয়া, জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ, বিএনপি নেতা সোহেল বকাউল, ফরিদ মিজি, ইব্রাহিম প্রধানীয়া, মোঃ শুক্কুর গাজী, যুবদল নেতা শামীম মজুমদার, শরীফ গাজী, মনির খান, মনির তালুকদার, জহির তপাদার, মোক্তার গাজী, সোহাগ বকাউল, মোঃ পিন্টু খান, সুমন মোল্লা, হারেস গাজী, সাইফুল ইসলাম বাবু, মানিক গাজী, সাবেক ছাত্রনেতা, রাসেল আহমেদ জনি, শরিফ গাজী, মেহেদী হাসান প্রমুখ।
স্টাফ রিপোর্টার/
৭ নভেম্বর ২০২৫

