যশোরে ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু

যশোরে ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু

যশোরে শুক্রবার শুরু হয়েছে ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট। তপন স্মৃতি সংসদ চতুর্থবারের মতো আয়োজন করেছে এ টুর্নামেন্টের।

টাউন হল মাঠে তিন দিনব্যাপী এই ফুটবল আসরের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সন্ধ্যায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তপন স্মৃতি সংসদের সভাপতি আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাসেদুজ্জামান সেলিম ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় স্পোর্টস জোন ও কার্ড গ্যালারি দল।

Explore More Districts