মৌলভীবাজারে জেলা ক্রীড়া অফিসের তালা ভেঙে ‘চুরি’

মৌলভীবাজারে জেলা ক্রীড়া অফিসের তালা ভেঙে ‘চুরি’

মৌলভীবাজারে জেলা ক্রীড়া অফিসের তালা ভেঙে ‘চুরি’

মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের প্রধান ফটকের তালা ভেঙে চুরির অভিযোগ উঠেছে।

বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে মৌলভীবাজার কলেজ স্টেডিয়াম সংলগ্ন (২য় তলায়) অফিসের প্রধান ফটকের তালা ভেঙে জিনিসপত্র তছনছ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কি কি খোয়া গেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ বলেন, প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে চোর। তারপর অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নথিপত্র ও আলমিরার কাগজপত্র তছনছ করে। তবে কি কি চুরি হয়েছে এটার বিষয়ে আগেই কিছু বলা যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা অফিসের ভেতরে থাকা একটি আলমারির তালা ভেঙে জামা থাকা সরকারি মালামাল নিয়েছে। কোনো নথিপত্র নিয়েছে কি-না সেটা এখনও জানা যায়নি।

মৌলভীবাজারে সরকারি কোয়ার্টারে তালা ভেঙে চুরিমৌলভীবাজারে সরকারি কোয়ার্টারে তালা ভেঙে চুরি মৌলভীবাজার থানার ওসি মাহবুবুর রহমান বলেন, জেলা ক্রীড়া অফিসে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ। তদন্তপূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Explore More Districts