রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদীর পানি রাজবাড়ীর দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে শনিবারও বিপদ সীমার ৪৩ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বন্যানিয়ন্ত্রণ বেড়ি বাঁধের বাইরের চর ও নি¤œাঞ্চলের মানুষ পানি বন্দি অবস্থায় রয়েছে।
ফলে ওই সব এলাকার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সেখানকার রাস্তাঘাট, বাড়িঘর, ক্ষেতের সবজিসহ বিভিন্ন ধরনের ফসল পানিতে তলিয়ে গেছে। ফলে দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। তারা নৌকা ও ট্রালার যোগে দুর দুরান্ত গিয়ে গো খাদ্য সংগ্রহ করে আনছে।
বন্যার পানিতে জেলার সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে সদর, কালুখালী, গোয়ালন্দ ও পাংশা উপজেলার নি¤œাঞ্চলে বসবাসরতরা। তবে কি পরিমান ফসলী জমি, ফসল ও সবজি পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে তার এর কোন তথ্য দিতে পারেনি কৃষি অধিদপ্তর।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
(Visited 1 times, 1 visits today)