সিরাজগঞ্জ ক্যাম্পাস থিয়েটারের আহ্বায়ক কমিটি গঠন৷ – Sirajganj News 24

সিরাজগঞ্জ ক্যাম্পাস থিয়েটারের আহ্বায়ক কমিটি গঠন৷ – Sirajganj News 24

‎নিজস্ব প্রতিবেদক:

সোমবার, ৩রা নভেম্বর,২০২৫ শহরের কাটাখালি রোডে নাট্যচক্রে’র অস্থায়ী কার্যালয়ে সিরাজগঞ্জ ক্যাম্পাস থিয়েটারের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

‎গত ৩০ অক্টোবর, ২০২৫ সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির ঘোষণা দেন সিরাজগঞ্জ ক্যাম্পাস থিয়েটার। এরই পরেই আজ ৩রা নভেম্বর আহ্বায়ক কমিটির ঘোষণা করে সংগঠনটি।
‎সাকিব উৎসকে আহ্বায়ক করে,(৫) সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের আহ্বায়ক সাকিব উৎস জানান, মেধাবী শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে, কেননা নাটক শুধু বিনোদনের মাধ্যম নয় নাটক সমাজ পরিবর্তনের সুতীক্ষ্ণ হাতিয়ার। তিনি আরো জানান এই নভেম্বরেই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ,আলোচনাসভা ও নতুন নাটকের পান্ডুলিপি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Explore More Districts