হবিগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা – Habiganj News

হবিগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা – Habiganj News

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত তিন প্রার্থী হলেন:

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ): ডা. সাখাওয়াত হাসান জীবন।

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ): আলহাজ্ব জি কে গউছ।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর): সৈয়দ ফয়সল।

তবে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এখনো বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি।

দলীয় সূত্রে জানা গেছে, অচিরেই ওই আসনের প্রার্থীও ঘোষণা করা হবে।

Explore More Districts