বরিশাল-ঢাকা মহাসড়কে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে আহত ২৫

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে আহত ২৫

১ November ২০২৫ Saturday ৬:১৫:৫৯ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে আহত ২৫

বরিশাল-ঢাকা মহাসড়কে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে ছয় মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৭টার দিকে দ্রুতগামী বাসটি বরিশালমুখী ছিল, এ সময় বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রটির সঙ্গে জোরালো সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় গাড়ির যাত্রীদের মধ্যে অন্তত ২৫ জন আহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts