বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের দৌলতপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিস উদ্ভোধন হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় ইউনিয়নের ১নং ওয়ার্ড এর সভাপতি বজলুর রহমান টুনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এ অফিস উদ্বোধন করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা।
প্রধান অতথি তার বক্তব্য বলেন, আমদের সকলে ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিতে হবে।
আর ফ্যাসিবাদি সরকারের দুঃশাসন অপশাসন সম্পর্কে সকল মানুযকে অবহিত করতে হবে। আমরা আর কোন ফ্যাসিবাদি সরকার বাংলাদেশে যাতে শাসন করতে না পারে মানুষকে কষ্ট দিতে না পারে সে দিকে সচেষ্ট হব। আপনারা জানেন আজ যদি এই ফ্যাসিষ্ট সরকার বিতাড়িত না হতো তাহলে এদেশের পরিস্থিতি আরো ভয়াবহ হতো। আরো অনেক মায়ের কোল খালি হত। আপনারা জানেন খুনি সেখ হাসিনা ওই ভারত বসে পরিকল্পনা করছে দেশে আবারও অরাজকতা সৃষ্টি করতে। তার এ চাল আর সফলতা হতে দেওয়া যাবে না।
এসময় উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়নের বিএনপি নেতা আসাদুজ্জমান আসাদ,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক জনি হায়দার,আশরাফুজ্জমান মির্জা, লাফু আহমেদ সদস্য সাইফুল ইসলাম আসাদ,মফিজুর রহমান পিন্টু প্রমুখ।



