সখীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রবাস ফেরত এক যুবকের মৃত্যু – News Tangail

সখীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রবাস ফেরত এক যুবকের মৃত্যু – News Tangail

সখীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রবাস ফেরত এক যুবকের মৃত্যু – News Tangail

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় নাহিদুজ্জামান নাহিদ নামের প্রবাস ফেরত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের রতনপুর তোরপবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নাহিদ রতনপুর ঢাকিপাড়া গ্রামের আঃ জলিলের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮ টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পাশ্ববর্তী তোরপবাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তারপাশে রাখা ইটের স্তুুপের উপর ছিটকে পড়লে মাথার একপাশ ফেটে মগজ বেড়িয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
তার এ অকাল মৃত্যুতে পরিবার বন্ধুমহল আত্মীয়সজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সকাল ১০ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts