চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাঁচই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তপদার বাড়ি মসজিদ-মাদ্রাসা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।
বর্ষা মৌসুমে কাঁদা-পানিতে চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়ে এই সড়কটি। স্কুলগামী শিক্ষার্থী, শিক্ষক, রোগী ও সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াতে সৃষ্টি হচ্ছে মারাত্মক সমস্যা। স্থানীয়রা জানাচ্ছেন, শুকনো মৌসুমেও ধুলাবালির কারণে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
সম্প্রতি রাস্তাটির ০.৮৫০ কিলোমিটার পাকাকরণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে “কোড নম্বর ৪১৩৬৯৪১৪৯” অনুযায়ী ভিআর প্রকল্পে অন্তর্ভুক্ত করা হলেও এখনো পর্যন্ত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ফলে রাস্তা উন্নয়নের কোনো কার্যক্রম শুরু হয়নি, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা মোঃ আহসান হাবিব ফিরোজ জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাননি। এ অবস্থায় গ্রামের মানুষ উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়নের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন।
উল্লেখ্য, দক্ষিণ পাঁচই গ্রামটি হাজীগঞ্জ উপজেলার মধ্যে একটি আদর্শ গ্রাম হিসেবে পরিচিত। এখানে রয়েছে ঐতিহ্যবাহী পাঁচই হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি বালিকা উচ্চ বিদ্যালয়, চারটি নূরানী মাদ্রাসা এবং নয়টি জামে মসজিদ।
স্থানীয়রা বলছেন, “আমাদের গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। রাস্তা ভালো না থাকায় সবাই কষ্ট পাচ্ছে। সরকার দ্রুত পদক্ষেপ নিলে এলাকার উন্নয়নে বড় পরিবর্তন আসবে।”
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
২৭ অক্টোবর ২০২৫

