ফরিদগঞ্জে মঞ্জিল হোসেনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

ফরিদগঞ্জে মঞ্জিল হোসেনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনের নেতৃত্বে এই শোভাযাত্রা বের হয়। ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক ও ওয়ার্ড প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্ত হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জামাল হোসেন, মমিন গাজী, মো. কিবরিয়া, আমির হোসেন বেপারী, জাকির হোসেন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটোয়ারী, মৎস্যজীবী দলের আহ্বায়ক ইউনুস বেপারী, শ্রমিক দলের আহ্বায়ক পিংকু কাজী, কৃষক দলের সভাপতি মাসুদ পাটোয়ারী, শিপন বেপারী, রানা, ছাত্রদল নেতা আশিকুর রহমান, জাকির হোসেন ও আক্তার হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

স্থানীয়রা জানান, আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীকে ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

প্রতিবেদক:শিমুল হাছান,
২৭ অক্টোবর ২০২৫

Explore More Districts