সমাবেশ মঞ্চে কর্মীর দেওয়া ১০ লাখ টাকার সেই চেক ফেরত দেবেন বিএনপি নেতা

সমাবেশ মঞ্চে কর্মীর দেওয়া ১০ লাখ টাকার সেই চেক ফেরত দেবেন বিএনপি নেতা

সুনামগঞ্জে সমাবেশ মঞ্চে বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলকে ‘নির্বাচনের খরচের’ জন্য এক কর্মীর দেওয়া ১০ লাখ টাকার সেই চেক তিনি ফেরত দেবেন। আজ রোববার বিএনপির একটি কর্মসূচিতে চেকটি ওই কর্মীর হাতে তুলে দেওয়া হবে।

বিএনপি নেতা কামরুজ্জামান গতকাল শনিবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এটি ধানের শীষের সমাবেশ ছিল। হাজার হাজার লোক ছিলেন। কেউ ফুল, কেউ টাকার মালা দিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ দশ, কেউ এক শ, কেউ পাঁচ শ টাকার নোটের মালা দিয়েছেন। তেমনি এক কর্মী মঞ্চে এসে তাঁকে ১০ লাখ টাকার একটি চেক দিয়েছেন। তিনি আরও বলেন, ‘এটি দলের প্রতি, আমার প্রতি তাঁর ভালোবাসা। আমি তাঁর ভালোবাসাটা গ্রহণ করব, চেকটি ফেরত দেব। রোববার (আজ) আমার একটি কর্মসূচি আছে, সেখানে ওই কর্মীর হাতে চেকটি তুলে দেওয়া হবে।’

Explore More Districts