
ঢাকা, ২৩ অক্টোবর – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এবং ফ্লাইট অপারেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ দ্রুত চালু করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
পরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ওই বৈঠকের বরাত দিয়ে শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে শেখ বশিরউদ্দীন জানিয়েছেন— হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এবং ফ্লাইট অপারেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ দ্রুত চালু করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
এছাড়া, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো বিল্ডিং দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে বুয়েটের বিশেষজ্ঞ ফখরুল আমিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কার্গো ভিলেজ কীভাবে দ্রুত চালু করা যায়, তারা সে ব্যাপারে পরামর্শ দেবেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৩ অক্টোবর ২০২৫



