জামালপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর



স্টাফ রিপোর্টার : জামালপুরে তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস, জামালপুরের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় ইসলামপুর উপজেলায় ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয় মাঠে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকালে প্রতিযোগিতায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের বালক দল অংশগ্রহণ করে। প্রতিষ্ঠান গুলো হলো ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়, পোড়ারচর আব্দুল সাত্তার উচ্চ বিদ্যালয়, বেনুয়ারচর উচ্চ বিদ্যালয়, লক্ষীপুর ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়, শ্যামপুর উচ্চ বিদ্যালয় ও ৪নং চর হাই স্কুল এন্ড কলেজ। শিরোপার লড়াইয়ে ফাইনালে ২-১ সেটে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ৪নং চর হাই স্কুল এন্ড কলেজ এবং রানার্সআপ হয়েছে ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়। দিনব্যাপী এই ভলিবল প্রতিযোগিতায় ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মেডেল, সার্টিফিকেট ও ট্রফি প্রদান করেন। জেলা ক্রীড়া অফিসার, জামালপুর, আফরিন আক্তার মনি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Explore More Districts