দক্ষিণ সুরমা উপজেলার ৫নং সিলাম ইউনিয়নের ঢালিপাড়া গ্রামবাসীর উদ্যোগে মিলাদ মাহফিল, মুর্দেগানের ঈসালে সওয়াবে কবর জিযারত ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুম্মা ঢালিপাড়া জামে মসজিদে এ মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর পূর্বে ঢালিপাড়া গ্রাম ও পঞ্চায়েতের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ওয়াজ, খুতবা ও জুম্মার নামাজ পড়ান প্রখ্যাত আলেম মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম ছাহেব মনজলালী। নামাজ শেষে ঢালিপাড়া গ্রামের শতাধিক বৎসরের পুরাতন পঞ্চায়েতী কবরস্থান সংস্কার, পরিস্কার ও সরকারিভাবে নির্মিত দেয়াল পুনঃসংস্কারের জন্য মোনাজাত এবং আগামীতে ঢালিপাড়া গ্রামের সর্বস্তরের জনসাধারণ মিলে সকল কাজ সম্পন্নের জন্য বিশেষ দোয়া ও মুরদেগানের কবর জিয়ারত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব এবং ঢালিপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী তাজরুল ইসলাম তাজুল, ঢালিপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী শাহাদত আলী সাধু,হাজী মছদ্দর মিয়া, পপি লাইব্রেরির স্বত্বাধিকারী ও ঢালিপাড়া গ্রামের মুরব্বী গুলজার আহমদ, বিশিষ্ট মুরব্বী নুরুল ইসলাম, কাদির মিয়া, তুরণ মিয়া, সিরাজুল ইসলাম, সুলতান মিয়া, হাফিজ পংকি মিয়া, আশরাফ উদ্দিন , আব্দুস সামাদ, রিপন আহমদ, লিটন আহমেদ, সেলিম আহমদ, শাহাবুদ্দিন মাস্টার, ফয়সাল আহমদ, লিটন আহমেদ, কয়েছ মিয়া। যুবসমাজের মধ্যে উপস্থিত ছিলেন, হানিফ মিয়া, মোতাহির হোসেন জুনেদ, ফয়জুর রহমান, লায়েক আহমদ, নানু মিয়া, আজির উদ্দিন, সুলেমান মিয়া, আব্দুল কাইয়ুম, রাসেল আহমদ, ইকবাল আহমদ, আপু সুলতান, আতিক আহমদ, মুরাদ ইসলাম, মাছুম আহমদ, জহুরুল আজম, হেলাল আহমদ, মিলন মিয়া, আব্দুল্লাহ, মক্কূল, নাহিদ, মজলু আহমদ মঞ্জু সহ প্রমূখ।
মিলাদ মাহফিল ও মোনাজাত শেষে ঢালিপাড়ার সর্বস্তরের জনসাধারণ মিলে শতাধিক বৎসরের পুরাতন পঞ্চায়েতী কবরস্থানে গিয়ে কবর জিযারত করেন।

