আজ মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণ ও সমাপনী

আজ মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণ ও সমাপনী

আজ ১৬ দিনব্যাপী “মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫” এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. এ. কে. এম. সলিম উল্যাহ সেলিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ ২০২৫ এর আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখবেন সাংস্কৃতিক উৎসব উদ্যাপন পরিষদ ২০২৫ এর সদস্য সচিব মইনুদ্দিন লিটন।

সঞ্চালনা করবেন সাংস্কৃতিক উৎসব উদ্যাপন পরিষদ ২০২৫ এর যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী।

উল্লেখ্য, মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালের ১৬ দিনব্যাপী এই উৎসবে মোট ১৭টি ইভেন্টে প্রায় ২০০ জন বিজয়ী প্রতিযোগিকে পুরস্কার ও সনদ বিতরন করবেন দেন অতিথিরা।

স্টাফ রিপোর্টার/
২৪ অক্টোবর ২০২৫

Explore More Districts