| ২৪ October ২০২৫ Friday ৮:০১:৫৮ AM | |

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এবং কৃষক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন কৃষক দলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার ও সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার ।
নতুন কমিটিতে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঘরামীকে সভাপতি এবং মোঃ খালেদ হাওলাদার কে সাধারণ সম্পাদক করা হয়েছে। মিজানুর রহমান (নান্টু বাড়ি) সিনিয়র সহ-সভাপতি, রেজাউল করিম কোতয়াল সাংগঠনিক করে ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা অনুমোদন করা হয়।বিএনপির অন্যতম অঙ্গসংগঠন কৃষক দল দীর্ঘদিন ধরে দেশের কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রেখে চলেছে। কৃষকদল মনে করে, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি হলেও কৃষকরা ন্যায্য দাম ও প্রয়োজনীয় সহযোগিতা থেকে বঞ্চিত। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মহাসিন আলম।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

