জামালপুরে অনূর্ধ্ব ১৫ ফুটবল খেলোয়াড়দের মাস ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে অনূর্ধ্ব ১৫ ফুটবল খেলোয়াড়দের মাস ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে অনূর্ধ্ব ১৫ ফুটবল খেলোয়াড়দের মাস ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন – দৈনিক আজকের জামালপুর



ফজলে এলাহী মাকাম : জামালপুরের তারুণ্যের উৎসবের অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস, জামালপুরের আয়োজনে সদর উপজেলার বাছাইপর্বে অংশগ্রহণকারী থেকে বাছাইকৃত ৪০ জন নিয়ে অনূর্ধ্ব-১৫ খেলোয়াড়দের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
আজ ২১ অক্টোবর মঙ্গলবার বিকালে জামালপুর অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেনঅতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুস। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আরাফাত হোসেন আকন্দ শিশির, ফুটবল রেফারিজ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ক্রিকেট আম্পায়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, সাখাওয়াত হোসেন টুটুল, জেলা ফুটবল কোচ হিজ্জাতুল ইসলাম মিলন ও অন্যান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ শেষে প্রতিভাবান খেলোয়াড়দের বিভাগীয় পর্যায়ের বাছাইয়ের জন্য প্রেরণ করা হবে বলে আলোকপাত করা হয়।


Explore More Districts