বাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

বাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

২৩ October ২০২৫ Thursday ৮:১৫:৩২ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

বাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় নির্বাচনের দাবিতে স্লোগান ও বিক্ষোভ করেন তারা।

প্রশাসনিক ভবনের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পুরো কলেজ প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে জড়ো হয়।

শিক্ষার্থীরা জানান, আমরা ৩০ হাজারের বেশি শিক্ষার্থী এখানে অধ্যয়নরত, নির্বাচন আমাদের প্রাণের দাবি। আমাদের রোডম্যাপ চাই, নির্বাচন চাই।নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা থামবো না।

শিক্ষার্থীরা আরও বলেন, বাকসু নির্বাচন বন্ধ থাকার কারণে দীর্ঘদিন ধরে কলেজে শিক্ষার্থীদের সমস্যা ও দাবি-দাওয়ার প্রতিফলন ঘটছে না। দ্রুত এই নির্বাচন দিয়ে আমাদের অধিকার ফেরত দেয়া হোক। না হয় আমরা কঠোরতম কর্মসূচি ঘোষণা করব।

এ প্রসঙ্গে ব্রজমোহন কলেজ অধ্যক্ষ ড. শেখ ম. তাজুল ইসলাম বলেন, ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আমরা আন্তরিক। আমরা মনে করি যে আজকের ছাত্ররাই আগামী দিনের কর্ণধার। সুতরাং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব বেরিয়ে আসবে। আমরা শিক্ষকদের নিয়ে কমিটি করেছি; যাতে শিক্ষার্থীদের সঙ্গে বসে রোডম্যাপ ঘোষণা করতে পারে। এ লক্ষ্যেই কাজ করছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts