পদসংখ্যা বৃদ্ধির দাবিতে ৪৮তম বিসিএস উত্তীর্ণ চিকিৎসকদের অনশন

পদসংখ্যা বৃদ্ধির দাবিতে ৪৮তম বিসিএস উত্তীর্ণ চিকিৎসকদের অনশন

নিয়োগপ্রত্যাশী চিকিৎসক মো. মেহেদী হাসানের ভাষ্য, বাংলাদেশে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার ৯৮০টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। ৪৮তম বিশেষ বিসিএসের নিয়োগ প্রক্রিয়া চলমান এবং চূড়ান্ত গেজেট হওয়ার আগেই ৩ হাজার শূন্য পদে চিকিৎসক নিয়োগের জন্য চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সহকারী সার্জন পদে নিয়োগ প্রদান করতে হবে।

৪৮তম (বিশেষ) বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় গত ১১ সেপ্টেম্বর। সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়।

৪৮তম বিসিএসে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষাও আজ (২৩ অক্টোবর) শেষ হয়েছে।

Explore More Districts