গাজীপুরে ভুয়া সিল ও দলিলসহ গ্রেফতার ১ – Daily Gazipur Online

গাজীপুরে ভুয়া সিল ও দলিলসহ গ্রেফতার ১ – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সদর চেয়ারম্যান পাড়া এলাকা থেকে মো. সোহেল রানা (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ভুয়া দলিল, পর্চা, নকশা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সিল দিয়ে জাল নথিপত্র তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতার সোহেল রানা গাজীপুরের নীলের পাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে ছোট একটি ঘর ভাড়া নিয়ে তাদের কাজ করে আসছিল সোহেল। কিছুদিন থেকে লোকজনের আনাগোনা বেশি হচ্ছিল। কিন্তু রুমের ভেতরে কি হয় তা স্থানীয় কেউ জানত না।
বুধবার (২২ অক্টোবর) অভিযান হওয়ার পর কর্মকর্তাদের বিভিন্ন সিল ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানের ভুয়া দলিল, পর্চা, নকশা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সিল দিয়ে জাল নথিপত্র তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আরও কেউ জড়িত রয়েছে কিনা। সেটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts