
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ২১ অক্টোবর সন্ধ্যায় মাফি পরিবহনের কাউন্টারে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাফি পরিবহনের পরিচালক মাহমুদুল হাসান ও ম্যানেজার শাহিনুজ্জামান শাহীন।
সংবাদ সম্মেলনে শাহিনুজ্জামান শাহীন বলেন, ঢাকাগামী যমুনা পরিবহনের চালক ও স্টাফদের মারধর করে নগদ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে যমুনা বাসের ম্যানেজার রেজুয়ান আহমেদ আমাদের মাফি পরিবহনের কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করেন। এর মাধ্যমে আমাদের মাফি পরিবহনের সুনাম ক্ষুন্ন হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের পরিবহনের সুনাম ক্ষুন্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার ও মিথ্যাচার করেছেন যমুনা পরিবহনের রেজুয়ান আহমেদ। পরিকল্পিতভাবে আমাদের মাফি পরিবহনের গাড়ি ছাড়ার সময়সূচি পরিবর্তন করেছে বকশীগঞ্জ বাস মালিক সমিতি।
এতে করে ব্যবসায়িকভাবে আমরা ক্ষতির সম্মুখিন হচ্ছি। আমরা পূর্বের নিয়মে গাড়ি চালাতে চাই। তিনি আরো বলেন আমাকে আওয়ামী লীগের দোসর বলেও প্রচার করা হচ্ছে। আমি কোন দল করি তা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দের কাছে জানলেই হবে। তাই এসব অপপ্রচার নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। আমরা অপপ্রচার ও সময়সূচি পরিবর্তনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।