
hw-remosaic: false;
touch: (-1.0, -1.0);
sceneMode: 2;
cct_value: 0;
AI_Scene: (11, 0);
aec_lux: 110.26673;
aec_lux_index: 0;
albedo: ;
confidence: ;
motionLevel: -1;
weatherinfo: null;
temperature: 39;
নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখার উদ্যোগে ৩ শতাধিক মোটরসাইকেল শোডাউন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমীর মো. ইদ্রিস আলীর এই শোডাউনের নেতৃত্ব দেন। শোডাউনটি মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে ১১টি ইউনিয়ন পদক্ষীণ শেষে দুরমুঠ-কুলিয়ায় গিয়ে শেষ হয়। শোডাউনে দাড়ি পাল্লা, দাঁড়ি পাল্লা শ্লোগানে পুরো উপজেলা মুখরিত হয়ে উঠে। রাস্তার দুই পাশে শত শত মানুষ মাওঃ মুজিবুর রহমান আজাদী সাহেবর মোটরসাইকেল শোডাউনকে স্বাগত জানান। পরে সুধী ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৩ (মেলান্দহ -মাদারগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওঃ মো.মুজিবুর আজাদী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের উপজেলা আমীর মো. ইদ্রিস আলী, নায়েবে আমীর মাওঃ মো. শফিকুল ইসলাম, সেক্রেটারী মোহাম্মদ আলী ফারাজী,পৌর আমীর শরাফত আলী ফারাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।