২২ October ২০২৫ Wednesday ১০:০৩:২২ PM | ![]() ![]() ![]() ![]() |
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের শাখারীকাঠী গ্রাম সংলগ্ন কালিগঙ্গা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গ্রাম-বাংলার লোকজ ঐতিহ্য নৌকাবাইচ দেখতে কালিগঙ্গা নদীর দুপাড়ে মানুষের ঢল নামে। নাজিরপুর উপজেলার শাখারীকাঠি ইউনিয়নের শাখারীকাঠি গ্রামে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজাকে কেন্দ্র করে দশহরার দিন উপলক্ষে স্থানীয় যুবকদের উদ্যোগে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, এখানে আগে প্রতি বছর নৌকাবাইচ অনুষ্ঠিত হতো। কিন্তু নানা কারণে মাঝে প্রায় দুই যুগ বন্ধ ছিল। এ বছর উপজেলা প্রশাসন ও বিএনপির সার্বিক সহযোগিতায় এই আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা থেকে তিনটি ও বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে একটিসহ মোট চারটি নৌকা অংশ নেয়। প্রতি দলে ৩০-৪০ জন মাঝি সম্মিলিতভাবে নৌকা চালিয়ে প্রতিযোগিতা করেন।
নৌকাবাইচের সঙ্গে গ্রামীণ মেলার আয়োজনও ছিল। মেলায় হাওয়াই মিঠা, মাটির তৈরি পুতুল, খেলনার দোকান, পিঠা-পুলির পসরা বসে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আল মাহমুদ ভূইয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |