সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি প্রদর্শন ও আলোচনাসভা  অনুষ্ঠিত  – Sirajganj News 24

সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি প্রদর্শন ও আলোচনাসভা  অনুষ্ঠিত  – Sirajganj News 24

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

‘’মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’’ এই প্রতিপাদ্য নিয়ে- সারা দেশের ন্যায়  সিরাজগঞ্জে  জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ খ্রিঃপালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বেলুনফেস্টুন উড়িয়ে  অনুষ্ঠানের উদ্বোধন করা হয় পরে বর্ণাঢ্য  র‍্যালিটি  সড়ক প্রদক্ষিন করে এসে  জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ,কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে- সচেতনতামূলক  ভিডিও চিত্র প্রদর্শন, হেলমেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং  বক্তব্যে রাখেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, র‍্যাব-১২ এর ডিএডি মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিআরটিএ,সিরাজগঞ্জ সার্কেল সিরাজগঞ্জ মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম। এসময়ে অনুষ্ঠানে   সিরাজগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মোফাজ্জল হোসাইন, সিরাজগঞ্জ জজকোর্ট আইনজীবি অ্যাডভোকেট রোজিনা খাতুন রুহানা, ছাত্রপ্রতিনিধি সজীব সরকার, সড়ক বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক প্রকৌশলী কাজল ইসলাম, বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার হাসিবুর রহমান, নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, নারীনেত্রী মনিজা খাতুন,  সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং ট্যাংকলরী  কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ শামসুল আলম, সিরাজগঞ্জ ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের সড়ক ও প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম টিটো, সিরাজগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম লিটন, মেসার্স পার্ক ফিলিং স্টেশন সিরাজগঞ্জের আব্দুর রউফ, মেসার্স ভূইয়া ফিলিং স্টেশনের ইশতিয়াক, মিরপুর ফিলিং স্টেশন সিরাজগঞ্জের আকবর আলী সহ রোভার স্কাউটস সদস্যরা   উপস্থিত ছিলেন। 

Explore More Districts