চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালে ১৩ তম দিনে প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে বিকেল ৫টায় ব্যতিক্রমী আয়োজন উন্মুক্ত স্বদেশী পোষাকে পুরুষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যা পৌনে ৭টায় সংগীত নিকেতন ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদের শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশন। এসময় সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনের নির্দেশনায় এবং শিক্ষক বিচিত্রা সাহা ও রিয়া চক্রবর্তীর পরিচালনায় সংগীত পরিবেশন করেন- প্রজ্ঞা, কুহু, ঐশী, সমুদ্র, প্রান্তিকা, পুজা, অনন্যা, রাই, প্রিয়ন্তী, সিমুন্তী, সপ্তর্ষী, অর্থৈ, অরুনদ্যুতি, জয়িতা, সুষ্মিতা, সম্প্রীতি, প্রিয়ন্তী, ঈম্বরী কর্মকার, স্নেহা ও উষপী। বাদ্যযন্ত্রে ছিলেন অনিক নন্দী।
সবশেষে রাত সাড়ে ৮টায় নাটমঞ্চের ‘বিদ্যামন্ত্র’ নাটম মঞ্চস্থ হয়েছে। নাটেকর নির্দিশনায় ছিলেন নাটক আকরাম খান, সহ-নির্দিশনায় পি এম বিল্লায় ও রচনায় মহিউদ্দিন ছড়া। প্রযোজনা ও অধিকর্তা উজ্জ্বল হোসাইন। নাটেক অভিনয় করেন- আহমেদ তানজিল, মরিয়ম আক্তার রাহা, রাহা, মিথিলা, মুক্তা আক্তার, নূরে আলম, সাইফুল ইসলাম, নূরজাহান বেগম, মৌমিতা, রিয়াদ, রিপন, সাইফুল, মুক্তা আক্তার, নূরজাহান বেগম, জুয়েল হাসান ও পিএম বিল্লাল হোসাইন।
স্টাফ রিপোর্টার/
২১ অক্টোবর ২০২৫