একজন নারী উদ্যোক্তার কাছ থেকে জামদানি শাড়ি নিয়ে বিতর্কের মধ্যে পড়েছেন অভিনয়শিল্পী তানজিন তিশা। উদোক্তার দাবি, তানজিন তিশা তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। আর তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হা হা!’
টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা এখন ‘সোলজার’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে তিনি অভিনয় করছেন শাকিব খানের দুই নায়িকার একজন হয়ে। ঢাকার বিভিন্ন স্থানে এখন ছবিটির শুটিং হচ্ছে। সাকিব ফাহাদ পরিচালিত ছবিটির শুটিং নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।